শম্ভুনাথ সেনঃ
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১২ জুন বীরভূমের ইলামবাজার ব্লকের বিরোধী বাম-কংগ্রেস জোট, বিজেপি নমিনেশন জমা দেয়। সারা বাংলা জুড়ে যখন নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে বিরোধীরা বিভিন্ন অভিযোগ করছেন তেমন সময়ে ভিন্ন চিত্র ধরা পড়েছে ইলামবাজার ব্লকে। এখানে নমিনেশন জমা দিতে গিয়ে কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়নি বলে বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়। এক সমর্থক সেখ কামাল উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান বিগত বছরে শাসক দল তৃণমূল তাদের নমিনেশনে বাধা দিয়েছিল। তবে এবার সেই বাধা কেউ দিতে পারেনি। একই কথা বলেছেন নমিনেশন ফাইল করতে আসা ইলামবাজার ব্লকের জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ নাজিমুদ্দিন। তিনি পুলিশের কড়া নিরাপত্তার প্রশংসা করেন। বিনা বাধায় সুষ্ঠুভাবে নমিনেশন ফাইল করতে পেরেছেন বলে তিনি জানান। উল্লেখ্য, এদিন ইলামবাজার ব্লকে বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের গ্রাম পঞ্চায়েতে জন্য ৬৮ টি এবং পঞ্চায়েত সমিতির ১৬ টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে প্রশাসন সূত্রে খবর।