নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
১৪ জুন সাঁইথিয়া পুরসভার ৭ নং ওয়ার্ডে শুভ উদবোধন হল সুস্বাস্থ্য কেন্দ্রের। পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনস্থ সুডা এবং বীরভূম স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও পুরসভার তত্ত্বাবধানে এই সুস্বাস্থ্য কেন্দ্র বলে জানানো হয়েছে সাঁইথিয়া পুরসভার পক্ষে। সুস্বাস্থ্য কেন্দ্রের উদবোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নীলাবতী সাহা, পুরপিতা বিপ্লব দত্ত, উপ স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশিস রায় সহ পুরসভার কাউন্সিলার ও পুর আধিকারিকরা। বিধায়ক নীলাবতী সাহা জানালেন, অবিলম্বে সাঁইথিয়া স্বাস্থ্যকেন্দ্রটি স্টেট জেনারেল হাসপাতাল হিসাবে উন্নীত হয়ে উদবোধনের অপেক্ষায়। অন্যদিকে এইসব সুস্বাস্থ্য কেন্দ্র থেকেও চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। পুরপ্রধান বিপ্লব দত্ত তাঁর বক্তব্যে বলেন, পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই সুস্বাস্থ্য কেন্দ্র। এদিন বিধায়ক নীলাবতী সাহা, পুরপ্রধান বিপ্লব দত্ত সহ অতিথিদের হাত ছুঁয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ সূচনা হয়।