
শম্ভুনাথ সেনঃ
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। আগামীকাল নাম প্রত্যাহারের শেষ দিন। তাদের মধ্যে অনেকে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। একদা তৃণমূলের কর্মী, যারা ক্ষোভে বা অভিমানে প্রার্থী হয়েছেন তাদের নাম প্রত্যাহার করার জন্য বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়। আজ ১৮ জুন রবিবার, বোলপুর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি এ কথা জানান। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মনোনয়ন প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। কেউ দলীয় শৃঙ্খলা ও মূল্যবোধের উর্ধ্বে নয়।” তিনি আরও জানান, “নবজোয়ার কর্মসূচির মাধ্যমে জেলা জুড়ে প্রার্থী বাছাইয়ে বুথ কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।” আসলে হাই কমান্ডের সিদ্ধান্তকে আরেকবার জানান দিলেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী।