
উত্তম মণ্ডলঃ
গত ২৯ মে বোলপুরের ত্রিশূলাপট্টি থেকে নিখোঁজ হয় বছর ৩৩ এর অনিল বেসরা নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পরিবারের তরফে জানা যায় বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। ইতিমধ্যে তার চিকিৎসাও চলেছে। এর মধ্যে ২৯ মে তিনি বাড়ি থেকে বেরোনোর পর তার বাড়ির লোকেরা আর তার খোঁজ পায়নি। নিখোঁজ ঐ ব্যক্তির পরিবারের তরফে পরের দিন অর্থাৎ ৩০ মে বোলপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর বোলপুর থানার পুলিশের তরফে শুরু হয় তদন্ত। সোমবার ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাজনগর বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায়। রাজনগর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে। এরপর তার বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করা হয় রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে। সোমবার সন্ধ্যা নাগাদ ওই ব্যক্তিকে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হলো রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে। বাড়ির ছেলেকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি পরিবারের লোকজন। বাড়ির ছেলেকে খুঁজে পেয়ে রাজনগর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নিখোঁজ ওই ব্যক্তির পরিবারের লোকজন।