
দীপককুমার দাসঃ

মঙ্গলবার সাড়ম্বরে পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই উপলক্ষে সিউড়ি এক নম্বর ব্লকের আলুন্দা গ্রামে ও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। জি বাংলা খ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল দত্তের নিজের গ্রাম আলুন্দাতে তার উদ্যোগেই দীর্ঘ দিন ধরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এবারেও এই উৎসব সাড়ম্বরে পালিত হলো। আলুন্দা দত্তবাড়িতে পূজাচর্ণা, গ্রামবাসীদের খিচুড়ি ভোগ খাওয়ানোর পর বিকেলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই তিনমূর্তিকে রথে চাপিয়ে গ্রাম প্রদক্ষিণ করা হয়। এই শোভাযাত্রায় অংশ নেন আলুন্দা গ্রাম ও পাশ্ববর্তী গ্রামের বহু মানুষ। ইন্দ্রনীল দত্ত জানান, ছোটথেকেই আমি জগন্নাথ দেবের ভক্ত। আমার এলাকায় কোনো রথ হতো না। আমার ইচ্ছা ছিল যদি আমি সাবলম্বী হতে পারি তবে জমজমাট করে রথযাত্রা উৎসব করবো। সেই ভাবনা থেকেই এই রথযাত্রা উৎসবের সূচনা এখানে। এদিন এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছিল আলুন্দা গ্রাম।