সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ৮ জুলাই রাজ্যে একদফায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর কথা থাকলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর ও অনুমোদন দিয়েছে আদালত। উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষনার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলছিলেন। আদালত ও সেক্ষেত্রে শীলমোহর দেন। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য নির্বাচন কমিশন চিঠি লেখেন। রাজ্যের পাশাপাশি বীরভূমের পঞ্চায়েত নির্বাচনও সুষ্ঠুভাবে করতে কেন্দ্র বাহিনী দিয়েই ভোট হবে। তাই শনিবার বোলপুরের এসডিপিও নিখিল আগারওয়াল ও বোলপুর থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বোলপুরের রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কেন্দ্র বাহিনী রুট মার্চ করে যার চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ে।