সেখ রিয়াজুদ্দিনঃ
পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা উদ্ধার ঘিরে বড় সাফল্য বীরভূমের মারগ্রাম থানা পুলিশের। জানা যায় যে, শুক্রবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় হাঁসন দু নম্বর পঞ্চায়েতের বাহির গোড়া গ্রামে একটি বসত বাড়ির মধ্যে বাড়ির মালিকসহ পাঁচজন দুষ্কৃতী বোম বাঁধার কাজে ব্যস্ত। পুলিশ সেই অবস্থায় উক্ত বাড়িতে হানা দিয়ে তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। ধৃতদের কাছ থেকে কুড়িটি তাজা বোমা ও বোম বাঁধার মশলা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার পর বাড়িটি তালা মেরে রাখা হয় পুলিশের কড়া নিরাপত্তায়। বাড়ির মালিকের নাম টম শেখ। ইতিমধ্যে পুলিশ ঘটনায় জড়িত থাকার কারণে বাড়ি মালিক সহ পাঁচজনকে আটক করেছে,যারা সকলেই কংগ্রেস পার্টির সমর্থক। এরমধ্যে চমৎকার সেখ বাম-কংগ্রেস জোটের প্রার্থীও রয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বাড়ির মালিক টম সেখ, বাম-কংগ্রেস জোট প্রার্থী চমৎকার সেখ, গিয়াস উদ্দিন সেখ, ডিউক সেখ। শনিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিকে বিকালে সিআইডি বোম্ব ডিসপোজাল টিম এসে বোম গুলি নিষ্ক্রিয় করেন বলে জানা যায়। অন্যদিকে বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রসিদ এক সাক্ষাতকারে অভিযোগ সহকারে বলেন আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আরও বলেন নবজোয়ার কর্মসূচিতে অভিষেক ব্যানার্জী যে কথা বলেছিলেন তার সাথে কাজের কোনো মিল নেই। মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জী যদি সরসরি একবার বলে দেন তাহলে কংগ্রেসের কোনো প্রার্থী ভোটের ময়দানে থাকবে না।