ভ্রাম্যমান বাসে স্বেচ্ছায় রক্তদান শিবির বীরভূমে

সেখ রিয়াজুদ্দিনঃ

মেটেকোনা রেড ক্রস ও ভবানীপুর আজাদ ক্লাবের যৌথ উদ্যোগে এবং বীরভূম ভোলানটারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সহযোগিতায় ইলামবাজার ব্লকের শীর্ষা পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে শনিবার অনুষ্ঠিত হয় ভ্রাম্যমান বাসে স্বেচ্ছায় রক্তদান শিবির।উল্লেখ্য রক্তের সংকট মোচনে তথা জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে রক্তদান আন্দোলন নিয়ে কর্মরত এক স্বেচ্ছাসেবী সংস্থার নিরলস প্রচেষ্টায় চলছে রক্তদান শিবিরের আয়োজন। সেরূপ উদ্যোগে আজ প্রত্যন্ত একটা গ্রামে প্রথমবার রক্তদান শিবির হলো।এনিয়ে এলাকার মানুষের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। উক্ত গ্রামের মানুষদের অজানা ছিল যে রক্তদান শিবির করার জন্য ভ্রাম্যমাণ বাসের ব্যাবস্থা রয়েছে। স্থানীয় কয়েকজন উদ্যোগী যুবকের কঠোর পরিশ্রমের ফলে গ্রামে প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে ৩৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তার মধ্যে প্রায় ২৭ জন প্রথমবার রক্তদান করে বলে জানা যায়। আজাদ ক্লাবের পক্ষ থেকে আব্দুর রৌফ জানান নিজ গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের মধ্যেও এবার থেকে নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করতে চান। আজাদ ক্লাবের পক্ষ থেকে বীরভূম ভলিন্টারি ব্লাড ডোনার্স এ্যসোসিয়েশন এবং মেটেকোনা রেড ক্রস স্পোর্টিং ক্লাবকে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *