
দীপককুমার দাসঃ
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই পারদ চড়ছে। মহঃ বাজার ব্লকের আঙারগড়িয়া পঞ্চায়েতের কবিলপুর গ্রামে তৃণমূলের দেওয়াল লিখনে কে বা কারা গোবর লেপে দেয়। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, রবিবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা সেই সমস্ত দেওয়াল লিখনে গোবর লাগিয়ে দিয়েছে। বিজেপি কর্মীরা ইচ্ছাকৃতভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে এই ধরনের কাজ করছে। এটাই প্রথম নয়। এর আগেও গত দুটি নির্বাচনের সময় একবার গোবর ও আর একবার মোবিল দিয়ে দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছিল। এই একই জায়গায় বারবার তৃণমূলের দেওয়াল লেখন মুছে দেওয়া হচ্ছে। এই এলাকায় বিজেপি হিংসার রাজনীতি করতে চাইছে। যদিও সব অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে।