
দীপককুমার দাসঃ
সোমবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হলো দুটি গরুর। ঘটনাটি ঘটেছে মহঃ বাজার পঞ্চায়েতের খড়িয়া গ্রামে। জানা গেছে, খড়িয়া গ্রামের সিঙরে পুকুরের পাশে চড়ছিল তিনটি গোরু। দুপুরে আচমকা বজ্রপাত হয়। আর তাতেই মৃত্যু হয় দুটি গরুর। গরু দুটির মালিক ভবতারণ দাস। তিনি জানান, একটি গরু ও তার দুটি বাচ্চা পুকুরের পাশে চড়ছিল। এমন সময় বজ্রপাত হয়। আর তাতেই মৃত্যু হয়েছে দুটি গরুর।