
দীপককুমার দাসঃ
রবিবার রাতে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মহম্মদবাজার থানার কাপিষ্ঠা পঞ্চায়েতের মুরালপুর গ্রামে। তৃণমূল সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় তৃণমূল কর্মীরা মুরালপুর মাঝপাড়ার এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিল। ঠিক সেই সময় কিছু বিজেপির কর্মী তাঁদেরকে আটকায় এবং এই এলাকায় তাঁরা কেন এসেছে এই প্রশ্ন তুলে বেধড়ক মারধর শুরু করে বিজেপি কর্মীরা। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা রঞ্জিত মিস্ত্রি, মোস্তাকিম মিঞা ও জিতেন হাঁসদা গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে তৃণমূলের কর্মীরা। ঘটনার পরেই আহত তৃণমূল কর্মীদের চিকিৎসার জন্য আনা হয় মহম্মদবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের স্থানান্তরিত করা হয় সিউড়ি সদর হাসপাতালে। যারমধ্যে মোস্তাকিম মিঞার মাথায় আঘাত গুরুতর হওয়ায় রাতেই স্থানান্তরিত করা হয় কলকাতার পিজি হাসপাতালে। ঘটনায় বিজেপির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মহম্মদবাজার থানায়। ঘটনার পরিপ্রেক্ষিতে সাতজনকে গ্রেফতার করেছে মহম্মদবাজার থানার পুলিশ। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।তাদের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়।
