সনাতন সৌঃ
শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে অসামান্য অবদানের জন্য এবং কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বিষয়ের উপর গবেষণা করার জন্য বীরভূমের নানুর সাহিত্য সভার অন্যতম সদস্য তথা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিশিষ্ট অধ্যাপক আব্দুল রহিম গাজী এবছর দীনেশচন্দ্র স্বর্ণ স্মৃতি সস্মননা পুরষ্কার লাভ করেন। গত ২৬ জুন কলকাতায় এক মহতী অনুষ্ঠানের মাধ্যমে দীনেশচন্দ্র রিসার্চ সোসাইটি সংস্থার পক্ষ থেকে তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, যেসমস্ত বাক্তি মহৎ উদ্দেশ্যে দেশ ও দশের জন্য সেবামূলক, গবেষণা মূলক কাজ করে থাকেন, তাঁদেরকে আমরা প্রতি বছর সংস্থার পক্ষ থেকে এই পুরস্কার দিয়ে থাকি।