শম্ভুনাথ সেনঃ
দীর্ঘ ক’মাস ধরে তীব্র গরমে নাজেহাল মানুষজন। অসহ্য দাবদাহের পর আজ মিলেছে স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ অপেক্ষার পর আজ সকাল থেকেই বৃষ্টির দেখা মিলেছে। যার ফলে এক ধাক্কায় তাপমাত্রা কমেছে অনেকটা। বীরভূমের নানান প্রান্তে কোথাও বা হালকা আবার কোথাও ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। কৃষিনির্ভর বীরভূমে চাষীদের মুখে হাসি ফুটেছে। শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বীরভূমের বোলপুর এলাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া সিউড়ি, ময়ূরেশ্বর এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি।
দীর্ঘ গরমের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলিতে এখন সকালে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘদিন বাদে বৃষ্টির দেখা মেলায় অনেক ছাত্র-ছাত্রী বৃষ্টি ভেজা সকালে আজ বিদ্যালয়ে পৌঁছায়। এক পলকে ভারী বৃষ্টির কারণে কোথাও বা চোখে পড়ে জল জমার ছবি। বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা টিফিনের সময় খাতার পাতা দিয়ে নৌকো তৈরি করে। আর সেই জমা জলে নৌকা ছাড়ার আনন্দের ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্ম পত্রিকার ওয়েবসাইটের পাতায়।