সেখ রিয়াজুদ্দিনঃ
নেহেরু যুব কেন্দ্র বীরভূমের উদ্যোগে এবং জেলার একাধিক যুব ক্লাবের পরিচালনায় গত ফেব্রুয়ারী-২০২৩ থেকে “ক্যাচ দা রেইন”- কর্মসূচির অধীনে চলছে নানান সচেতনতা মূলক কর্মসূচি। বীরভূমের বিভিন্ন গ্রামে গ্রামে স্থানীয় ক্লাবের সহযোগিতায় জল সংরক্ষণের উপর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে জলের অপচয় বন্ধ করা এবং বৃষ্টির জলকে সংরক্ষণ করার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। এজন্য বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত দেওয়াল লিখন, পদযাত্রা, পোস্টার প্রদর্শন ইত্যাদির মাধ্যমে এই কর্মসূচি চালানো হয়। এ ছাড়াও এই কর্মসূচিতে উক্ত বিষয়ের উপর শপথ গ্রহণ ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায়।