সেখ রিয়াজুদ্দিনঃ
পঞ্চায়েত ভোট যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দল গুলোর প্রচার অভিযান ও তুঙ্গে। দেওয়ালে ভোট প্রচার তথা দেওয়াল লিখন।এরপর দলীয় পতাকা, ব্যানার ইত্যাদির মাধ্যমেও চলছে প্রচার কর্মসূচি। সেরূপ দলীয় পতাকা টাঙানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দেখা দিয়েছে বিবাদ। সেই জের গড়ায় স্থানীয় বিডিও অফিস পর্যন্ত। বিবরণে প্রকাশ, তৃণমূল কর্মীর বাড়িতে অনুমতি ছাড়াই দলীয় পতাকা লাগানোর অভিযোগে বিডিওর দ্বারস্থ এক তৃণমূল কর্মী। অভিযোগকারী তৃণমূল কর্মী মানষ ব্যানার্জি জানান স্থানীয় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ রায় আমাকে মল্লারপুর ২নং পঞ্চায়েতের চারটি ওয়ার্ডের দায়িত্বে রেখেছেন। আমি বাড়িতে না থাকায় বিজেপির কর্মীরা তাদের দলীয় পতাকা আমার বাড়িতে লাগিয়েছেন, যদিও নীচেই রয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের নামে দেওয়াল লিখন। আমার স্ত্রী বিজেপির পতাকা লাগাতে নিষেধ করা স্বত্ত্বেও তারা একপ্রকার জোরপূর্বক আমার বাড়িতে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে গেছে। এবিষয়ে আমি মল্লারপুর বিডিওকে অভিযোগ জানিয়েছি এবং অনুরোধ করেছি যাতে বিজেপির পতাকা খুলে নেয়। নচেৎ আমি আইনের ব্যবস্থা নেব। আমি একজন তৃণমূলের সক্রিয় কর্মী। মানষ ব্যানার্জি আরো জানান বিজেপি গত নির্বাচনে মাত্র চারটি ভোটে জয়ী হয়েছিলেন। আমরা আশা রাখি এবারের নির্বাচনে বিজেপি বিপুল ভোটে হারবে এবং তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন। সেই আশঙ্কায় তারা প্রতিটি মুহূর্ত তৃণমূল কর্মীদের সাথে ঝামেলা বাধার চেষ্টা করছে। আমারা সে পথে না গিয়ে আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়ে বিডিও র দ্বারস্থ হয়েছি।