সেখ রিয়াজুদ্দিনঃ
তৃনমূল কংগ্রেস গোষ্টিকোন্দল নিয়ে জর্জরিত, যার জের গড়াল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টন নিয়ে। পার্টির কাছে অনেকে আশা নিয়ে এগিয়ে গেলেও টিকিট না পেয়ে ব্যার্থ মনে নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন ময়দানে অবতীর্ণ। যাহা অনেক জায়গায় গোঁজ প্রার্থী হিসেবে চিহ্নিত। সেরূপ প্রার্থীদের সম্প্রতি বীরভূম জেলা জুড়ে ৩০ জনকে বহিষ্কার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। ফের ১৪ জনকে বহিষ্কার করে জেলা তৃনমূল কংগ্রেস। যার মধ্যে খয়রাসোল ব্লকে ৫ জন, দুবরাজপুর ব্লকে ৩ জন, সিউড়ি-১ নম্বর ব্লকে ২ জন, রামপুরহাট -১ নম্বর ব্লকে – ১ জন এবং নলহাটি-২ নম্বর ব্লকে -৩ জনের নাম রয়েছে। এবার শুধু নির্দল প্রার্থী নয় তার পরিবারের সদস্যদেরও বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে যারা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এবং জেলা পরিষদে নির্দল প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে দলের জেলার কোর কমিটি আগেই বীরভূম জেলার বিভিন্ন ব্লকের ৩০ জনকে বহিষ্কার করে। এবার তার থেকেও কড়া পদক্ষেপ গ্রহণ করেন তৃনমূল কংগ্রেসের জেলা কোর কমিটি।রামপুরহাট ১ নং ব্লকের নির্দল প্রার্থী অর্পিতা সরকারের শ্বশুর বামা চরন মজুমদার সহ পরিবারের যার যার তৃণমূলের সদস্য পদ আছে তাদের সকলকে একসঙ্গে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটি। শুক্রবার রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানান জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রামপুরহাট বিধান সভার বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জী। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট ১ নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। সাংবাদিক সম্মেলনে ডক্টর আশিস ব্যানার্জী বলেন দল বিরোধী কাজ যারাই করবে, দলের বিপক্ষে যারা এখনো কাজ করছে তাদেরকেও বহিষ্কার করা হবে আগামী দিনে, বলেই একপ্রকার হুঁশিয়ারি দিলেন।