দীপক কুমার দাসঃ
নাইন ইলেভেনের উদ্যোগে সিউড়ির সত্যপ্রিয় ভবনে হয়ে গেল দুদিনের নাট্যোৎসব। মঙ্গলবার সন্ধ্যায় সত্যপ্রিয় ভবনে হ্যাপি প্রিন্স ও বুধবার এলাদিদি নাটক মঞ্চস্থ হয়। দুটি নাটকই হাওড়া আমতার পরিচয় নাট্যগোষ্ঠীর প্রযোজনা। বুধবার ঋতুপর্ণা বিশ্বাসের একক অভিনয়ে এলাদিদি নাটকের ৫২৫তম মঞ্চায়ণ হয়। দুর্যোগ উপেক্ষা করে নাট্যপ্রেমী দর্শকরা এই নাটক দুটি দেখতে উপস্থিত ছিলেন সিউড়ির সত্যপ্রিয় ভবনে। অভিনেত্রী ঋতুপর্ণা বিশ্বাস বলেন, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন লীলা বন্দ্যোপাধ্যায় একটি নাটক দিয়েছিলেন। সেই নাটক সমস্ত জায়গায় মঞ্চস্থ করা যেতো না। তবে ঐ নাটকের ভাবনা থেকেই এলাদিদি নাটক। আর নাইন ইলেভেনের পক্ষে দেবাশীষ দত্ত বলেন, আমাদের একটা আড্ডার ঠেক আছে যেখানে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত নাট্ক ও সাংস্কৃতিক জগতের কর্মীরা মিলিত হন। হাওড়ার আমতার পরিচয় নাট্যগোষ্ঠী সিউড়িতে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেন সেই খবর পেতেই আমরা উদ্যোগ নিই তাদের নাটক সিউড়িতে মঞ্চস্থ করার। এই দুদিন অনেক দর্শক এসেছিলেন নাটক দেখতে।