সেখ রিয়াজুদ্দিনঃ
আর মাত্র হাতেগোনা তিনদিন পরেই অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই শেষ মুহূর্তের প্রচারে জেলার বিভিন্ন প্রান্তে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস অন্যান্য দলের ন্যায়। পথসভা, জনসভা ও প্রচার কর্মসূচিতে উপস্থিত থাকছেন জেলা ও ভিন জেলার বিধায়ক, সাংসদ, মন্ত্রী সহ তৃণমূল জেলা কোর কমিটির সদস্যগণ। অনুরূপ আজ মঙ্গলবার রামপুরহাট থানার অন্তর্ভুক্ত কুতুবপুর ও দখলবাটি এবং মারগ্রাম থানার শেরপুরে পথসভার মাধ্যমে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাজল শেখ। জেলা তৃণমূল সভাপতি অনুব্রতহীন বীরভূমে বর্তমানে বীরভূমের সাংগঠনিক দায়িত্বে আছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য গতকাল দুবরাজপুরে অনুষ্ঠিত ভারচুয়াল জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের পঞ্চায়েত ভোটেও তার উপরেই আস্থা রেখে পঞ্চায়েত ভোটে লড়াই করতে দলীয় কর্মীদের সাহস যোগান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজল শেখ আশাবাদী জেলার সমস্ত বোর্ড গঠন করবে তৃনমূল বলে এক সাক্ষাৎকারে জানান। তিনি জোর গলায় বলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত, ১৯ টি পঞ্চায়েত সমিতি এবং ১ টি জেলা পরিষদের ৫২ টি আসনেই জয়ী হবে জোড়া ফুল। বিরোধী দলের বাড়িতে অগ্নিসংযোগের ব্যাপারে বলেন এটা আমাদের দলের কেউ করতে পারে না। দলের নির্দেশ রয়েছে বিরোধীরাও যেন লাইনে দাড়িয়ে বুথে গিয়ে ভোট দিতে পারে। কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না। এছাড়া জেলা পুলিশ সক্রিয় রয়েছেন তদন্ত করে দেখবেন এবং জড়িত ব্যাক্তিদের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।