তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পার্টি অফিস ভাঙচুর বীরভূমের মুরারইতে

শম্ভুনাথ সেনঃ

পঞ্চায়েত ভোটের মুখেই তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দে তুলকালাম কান্ড। পার্টি অফিস ভাঙচুর এবং মারামারি। ঘটনাটি ঘটে বীরভূমের মুরারইতে। মুরারই এক নাম্বার ব্লকের তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে এই দ্বন্দ্ব। নবাব গোষ্ঠী এবং টনিক গোষ্ঠীর মধ্যে ঝগড়া ও ঝামেলার জেরে ৩ জুলাই রাত্রি দশটা নাগাদ চার-পাঁচটি বাড়ির দরজা জিনিসপত্র ভাঙচুর হয়। টনিক গোষ্ঠী নবাব গোষ্ঠীর ডুমুরগ্রাম হাইমাদ্রাসার কাছে তৃণমূলের দলীয় অফিসে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে মুরারই থানার পুলিশ, সিআই মুরারই, রামপুরহাট এসডিপিও এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টনিক গোষ্ঠীর অভিযুক্তরা ফেরার। দুই পক্ষের অন্তত ১০ জনকে আটক করা হয়েছে বলে খবর। গুরুতর আহত ৪ জনকে প্রথমে মুরারই হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রামপুরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারা এখন রামপুরহাটে ভর্তি আছে। আজ অভিযুক্তদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।

https://youtu.be/sQcA1w14Agk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *