সেখ রিয়াজুদ্দিনঃ
৩০ শে জুন ছিল হুল দিবস।
ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস উপলক্ষে বীরভুম জেলার লোকপুর থানার বাস্তবপুর সিধু কানু ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় ফুটবল প্রতিযোগিতা। বীরভূম এবং বর্ধমান জেলা থেকে মোট ৮টি পুরুষ ফুটবল দলকে নিয়ে মঙ্গলবার খেলার শুভসূচনা হয়। বুধবার চূড়ান্ত পর্যায়ের খেলায় আবির একাদশ মহাল ও চিন্টু একাদশ পারুডাঙ্গা মুখোমুখি হয়। বিজয়ী দল আবির একাদশকে ৪০ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত চিন্টু একাদশ পারুডাঙা দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও চূড়ান্ত খেলায় অংশগ্রহনকারী দুই দলের খেলোয়ারদের মেডেল এবং খেলায় ম্যান অফ দি সিরিজ, ম্যান অফ দি ম্যাচকেও পুরস্কৃত করা হয়। পাশাপাশি এদিন ৪টি মহিলা ফুটবল দলেরও মধ্যেও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মহিলা ফুটবল দলের বিজয়ী রাজনগর সিজা ইন্ডিয়া দলকে ৭০০০ টাকা ও ট্রফি, বিজিত বীরভূম ফুটবল একাডেমী সিউরীকে ৫০০০টাকা ও ট্রফি দেওয়া হয়। উল্লেখ্য চূড়ান্ত পর্যায়ের খেলায় মহিলা ফুটবল দলের সকলকে পুরস্কৃত করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে খেলার উপকারিতার বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। শরীর চর্চায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মন মানসিকতা স্থির হয়, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ইত্যাদির কথা উল্লেখ করেন।
এদিন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার ও সি অশোক সিংহ মহাপাত্র, সমাজসেবী বিকাশ ঘোষ, মনোজ মন্ডল, জি এম পি এল এর আধিকারিক সন্দীপ দত্ত, কৃষ্ণেন্দু সিংহ, গনেশ চক্রবর্তী, বাস্তবপুর সিধু কানু ক্লাবের সদস্য রবিলাল হেমব্রম সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী মানুষজন। অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান ক্লাব সদস্য রবিলাল হেমরম।