সাঁইথিয়ায় বিক্ষুব্ধদের ভোটে ভরসা বিজেপি ও নির্দল প্রার্থীদের

বিজয়কুমার দাসঃ

সাঁইথিয়া ব্লকের ৬ টি পঞ্চায়েতের সব আসনেই প্রার্থী দিয়ে লড়াই জারি রেখেছে তৃণমূল প্রার্থীরা।  ব্লক সভাপতি সাবের আলির নেতৃত্বে চলছে জোরকদম প্রচার। বিধায়ক নীলাবতী সাহা, সাংসদ শতাব্দী রায়, সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত সভা করছেন বিভিন্ন পঞ্চায়েতে। বিগত পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থীরা জয় পেলেও এবার পঞ্চায়েত ভোটে ৬ পঞ্চায়েতেই কোমর বেঁধে নেমেছে বিজেপি। পাশাপাশি বেশ কিছু আসনে নির্দল প্রার্থীরা মাথাব্যথার কারণ হয়েছে তৃণমূলের। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কর্মী বললেন, নির্দল প্রার্থীরা বকলমে বিক্ষুব্ধ তৃণমূল। তাদের নিয়ে শাসক দলের প্রার্থীদের ভাবনা আছেই। সম্প্রতি এক সভায় তৃণমূল ব্লক সভাপতি সাবের আলি খান নির্দল প্রার্থীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্দল প্রার্থীরা জিতবে না। কিন্তু কোন নির্দল প্রার্থী জিতলেও তৃণমূলে তাদের ঠাঁই হবে না। অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বনগ্রাম পঞ্চায়েতে প্রচারে এসে বলে গেছেন, তৃণমূলের লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধেই এবার পঞ্চায়েতে মানুষ বিজেপির মত দলকেই বেছে নেবে। সাঁইথিয়া ব্লকের ৬ টি পঞ্চায়েতেই বিজেপি প্রার্থীরা লড়াই জারি রেখেছে। জনৈক বিজেপি কর্মী জানালেন, বিজেপি ভাল ফল করবে এবার সাঁইথিয়া ব্লকে। অন্যদিকে তৃণমূলের এক পঞ্চায়েত স্তরের নেতা জানালেন, তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তা পেয়েছে পঞ্চায়েত এলাকার মানুষ। তাই ৬ টি পঞ্চায়েতই থাকবে তৃণমূলের দখলে। বেশ কিছু আসনে নির্দল প্রার্থীদের জেতার সম্ভাবনাকে অবশ্য উড়িয়ে দিতে পারছেন না পঞ্চায়েতের অধিবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *