বক্রেশ্বরে বিজেপির পথসভা

সন্তোষ পালঃ

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিনে আজ ৬ই জুলাই বীরভূম জেলার বক্রেশ্বর ধামে বিজেপি পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। যেখানে প্রধান বক্তা রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন ২০১১ সালে মানুষ পরিবর্তন ঘটিয়েছিল সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য। কিন্তু দিনের পর দিন তা প্রতিহিংসার নামান্তর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিরোধীদের যেভাবে আক্রমণ করা হয়েছে তিনি তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন বীরভূম তীর্থভূমি। রবীন্দ্রনাথ, গান্ধীজীর মতো ব্যক্তিদের আদর্শ ভারতের মাথা উঁচু করেছে। তিনি রবীন্দ্রনাথের কবিতা থেকেও উদ্ধৃতি তুলে ধরেন। কিন্তু ২০১৮ নির্বাচনে যারা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, গুড় বাতাসার কথা বলে গণতন্ত্রকে লুট করেছিল তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন। বিরোধী দলগুলিকে আক্রমণকারী সেই নেতা সপরিবারে দিল্লির তিহার জেলে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেন। এবার পঞ্চায়েত নির্বাচনে চোর মুক্ত পঞ্চায়েত গড়ার জন্য মানুষকে আহ্বান জানান। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক অনুপ সাহা, বুথপ্রহারী সংগঠক রঘুনাথ চক্রবর্তী, সিউড়ি এক নং ব্লকের মন্ডল সভাপতি বিমান ভান্ডারী, সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, দুবরাজপুর ব্লকের কনভেনার জয়ন্ত আচার্য, তীর্থঙ্কর ভট্টাচার্যসহ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *