অনুরণন পত্রিকার আবরণ উন্মোচন উপলক্ষে: সাংস্কৃতিক অনুষ্ঠান সিউড়ীতে

সুজাতা সাহাঃ

১৬ জুলাই, ২০২৩ সিউড়ি সত্যপ্রিয় ভবনে বীরভূমের একমাত্র সংগীত বিষয়ক পত্রিকা সুপ্রিয়া রায় ঘোষাল সম্পাদিত ‘অনুরণন’-এর তৃতীয় সংখ্যার আবরণ উন্মোচন হল এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সুশান্ত রাহার সুসঞ্চালনায় কথা ও সুরের অপূর্ব গ্রন্থি বন্ধন ঘটে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে মঞ্চাসীন ছিলেন কবি ও অধ্যাপক ডঃ তপন গোস্বামী, সভামুখ্য বিপিন মুখোপাধ্যায়, লোকশিল্পী রতন কাহার, বংশীবাদক মন্টু মাজি প্রমুখ। গুণীজন সংবর্ধনা ও পত্রিকার লেখকদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।সংগীত পরিবেশন করেন সংস্থার কর্ণধার সুপ্রিয়া রায় ঘোষাল ও তার সহ শিল্পী বৃন্দ। এছাড়া পঞ্চপ্রদীপ সংস্থা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অলকা গাঙ্গুলী, সুপর্ণা দাশ রায়, রতন কাহার, বিনয় হাজরা সংগীত পরিবেশন করেন। বাঁশিতে লঘু সুর বাজান মন্টু মাজি। অর্গানে রবীন্দ্র সংগীতের সুর বাজিয়ে শোনান নবীন শিল্পী স্নিগ্ধা ঘোষাল। কবিতা পাঠ করেন করালীপ্রসাদ মালী, রেইনী চৌধুরী প্রমুখ। শিশুশিল্পী সৌম্যশ্রী বারিকের নৃত্য পরিবেশন সকলকে মুগ্ধ করে। সব মিলিয়ে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইল বীরভুমবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *