সেখ রিয়াজুদ্দিনঃ
সদ্য ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনী পর্ব ও ফলাফল শেষ হয়েছে। এখনো বোর্ড গঠন বাকি। তার মধ্যেই ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে খয়রাসোল ব্লকে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের জয়জয়কার ধরে রাখতে সক্ষম হয়েছে। বিরোধীদের কাছে কয়েকটা পঞ্চায়েত হাতছাড়া হলেও বেশিরভাগ অংশ তৃণমূলের দখলে রয়েছে। এদিকে বিজয় মিছিল সম্পর্কে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিজয় মিছিল না হলেও নির্বাচিত দলীয় প্রার্থীদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে দলীয় ভাবে। সেরূপ আজ সম্বর্ধনা প্রদান করা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী দলীয় প্রার্থীদের। ভোটের আগে টিকিট বন্টন নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে দলীয় কোন্দল দেখা দেয়। জেলা কোর কমিটির তৎপরতায় শেষ পর্যন্ত পারস্পরিক রফা হলেও ভোট ময়দানে থেকে যায় দলীয় গোঁজ প্রার্থী নির্দলীয় ভাবে। সেই জের ব্লক তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অব্যাহত। আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে গতকাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আলোচনা সভার ডাক দেন। কিন্তু দলের একটা অংশের নেতাকর্মীরা অনুপস্থিত ছিলেন। অনুরূপভাবে আজ তৃণমূলের অপরগোষ্ঠী সেই দলীয় কার্যালয়ে সম্বর্ধনা সভার আয়োজন করে। ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে কোলকাতা যাবার বিষয়ে যেমন আলোচনা হয়, পাশাপাশি এদিন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় প্রার্থীদেরকে সংবর্ধনা দেওয়ারও ব্যবস্থা করা হয়। পাশাপাশি যে সমস্ত দলীয় প্রার্থী হেরে গেছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। গতকাল ব্লক সভাপতির ডাকা সভায় বেশ কিছু অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্ব যেমন অনুপস্থিত ছিলেন অনুরূপ আজকের সভাতেও বেশ কিছু অঞ্চল সহ ব্লক নেতৃত্বের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। আজকের সভায় উপস্থিত ছিলেন খায়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি ঘোষ, ব্লক নেতৃত্ব কাঞ্চন দে, বড়রা অঞ্চল সভাপতি সেখ জয়নাল, তৃনমূল শিক্ষক সংগঠনের পক্ষে প্রদীপ মন্ডল ও উজ্জ্বল হক কাদেরী, উৎপল ব্যানার্জী,পার্থ সারথি মন্ডল,সিদ্ধার্থ ব্যানার্জী,সুনীল সাহা প্রমুখ।গতকালও আজকের মিটিং প্রসঙ্গে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী কে পর পর দুদিনের মিটিং এর বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন গতকাল মিটিং ডাকা হয়েছিল ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে।আজকের মিটিং টা সম্পূর্ণ অবৈধ, এর কোনো ভিত্তি নেই।