মেহের সেখঃ
রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে দুস্কৃতিদের দাপাদাপি, গণহত্যা ও ভোটকর্মীদের লাঞ্ছনার বিরুদ্ধে বোলপুরের কবি সাহিত্যিক, শিক্ষক, সমাজকর্মীদের একাংশ ১৭ জুলাই সোমবার বিকেলে বোলপুর হাইস্কুলের সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কবি প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপক প্রবীর পাল, শিক্ষক নেতা সুদীপ্ত আচার্য, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অমৃত মণ্ডল প্রমুখ। অন্যতম উদ্যোক্তা প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন পথসভা করার পর মিছিল করে বোলপুর শহর পরিক্রমা করার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা করা যায়নি।