সেখ রিয়াজুদ্দিনঃ
ভোট উৎসব শুরু হতেই হুমকি খুনোখুনির ঘটনা শুরু হয়। সেই রকম ত্রিস্তর পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের মহঃ বাজার থানা এলাকার সেরেন্ডা গ্রামের এক বিজেপি কর্মী খুন হয়ে যান। যার প্রেক্ষিতে ঐ এলাকায় শুরু হয় রাজনৈতিক তরজা। জানা যায় নিহত ওই বিজেপি কর্মীর নাম দিলীপ মাহারা। তার স্ত্রী বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েতের জন্য মনোনয়ন দাখিল করেন। সেই ঘটনার জেরে তাকে বিরোধী দলের পক্ষ থেকে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ ছিল। উক্ত ঘটনায় স্থানীয় থানার পুলিশ তদন্তে নেমে পরদিন একজনকে গ্রেপ্তার করেন। ধৃত ব্যক্তির নাম প্রদীপ মহারা। ঘটনার তদন্ত ক্রমে পুলিশ ফের একজনকে গ্রেপ্তার করে সোমবার। ধৃত ব্যক্তির নাম ধনঞ্জয় মাহারা। ধৃতকে সোমবার সিউড়ি জেলা আদালতে তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে ১০ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। কিন্তু বিচারক ধৃতের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।