শম্ভুনাথ সেনঃ
সদ্য সমাপ্ত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য জুড়ে আক্রান্ত হয়েছেন ভোটকর্মীরা। ভোট কর্মীদের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েও নির্বাচন কমিশন সেকথা রাখেন নি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তো দূরের কথা শাসক দলকে নির্বাচন কমিশন একতরফা ভোট গ্রহণে সাহায্য করেছে। নির্বাচন কমিশনের এই ব্যর্থতার প্রতিবাদে রাজ্য জুড়ে পালিত ধিক্কার কর্মসূচীর অঙ্গ হিসাবে আজ ১২ জুলাই কমিটির উদ্যোগে বীরভূমের সদর সিউড়িতে পালিত হয় ধিক্কার মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। পোস্ট অফিস মোড় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে। পরে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্য কোর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক সৌমেন চক্রবর্তী, এ বি পি টি এর জেলা কোষাধ্যক্ষ শিক্ষক আশিস গড়াই প্রমুখ। ১২ জুলাই কমিটির জেলা নেতৃত্ব কমল দত্ত বলেন, এবারের নির্বাচনে যেভাবে ভোট পর্ব থেকে গণনা পর্যন্ত গণ কারচুপি চলেছে তা নজির বিহীন। এজেন্ট, বিরোধী প্রার্থীদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। এদিন বোলপুরেও বিক্ষোভ সমাবেশ ও ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়।