শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের কমিউনিটি হলে ন্যাশনাল কমিশন ফর ওমেন ও ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির সহযোগিতায় এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ ১৮ জুলাই একদিনের আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দুবরাজপুর ব্লক ও শহর এলাকার মহিলারা কিভাবে, কোথায় বিনামূল্যে আইনি সহায়তা পাবেন তা বিস্তারিত ভাবে জানান বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব তথা বিচারক মহম্মদ রুকনুদ্দিন। আইনি সচেতনতা শিবিরে অংশগ্রহণকারী মহিলারা তাদের নিজ নিজ নানা সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। এদিন তাঁদের সমস্যা শোনার পর অন-দ্য-ষ্পট সমাধানের পরামর্শ ও বার্তা দেন। পাশাপাশি যেসব অভিযোগ সমাধান করা যায়নি তা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের জেলা কার্যালয়ে সমাধান করার প্রতিশ্রুতি দেন। এই শিবিরে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর আদালতের বিচারক দীপালি শ্রীবাস্তব, বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব মহম্মদ রুকনুদ্দিন, সিভিল জজ জুনিয়র ডিভিসন দুবরাজপুর কোর্টের আরিফ আহমেদ, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, সুপ্রীম কোর্টের আইনজীবী মহম্মদ নিয়াজ উদ্দিন, শান্তিনিকেতন বেঙ্গল ল’কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর স্মৃতিলেখা গাঙ্গুলী সহ দুবরাজপুর থানার এ.এস.আই বিপ্লব সিং এবং এলাকার পার্শ্ব আইনি সহায়করা।