বিজেপির কার্যকর্তাকে গ্রেফতারের প্রতিবাদে খয়রাশোল থানার সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত জামরান্দ গ্রামের বিজেপির কার্যকর্তা আনন্দ ঘোষকে খয়রাশোল থানার পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। উক্ত ঘটনার প্রতিবাদে এবং ভোট পরবর্তী হিংসা বন্ধের দাবিতে বুধবার বিজেপির পক্ষ থেকে বাবুইজোড় সিউরী রাস্তার ওপর খয়রাসোল থানার সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। বীরভূম জেলা বিজেপি এর সাধারণ সম্পাদক টুটুন নন্দী এক সাক্ষাৎকারে জানান যে, খয়রাসোল থানার পুলিশ অন্যায়ভাবে জামরান্দ গ্রামের বিজেপি কার্যকর্তা আনন্দ ঘোষকে গ্রেফতার করেছে। ভোটের দিন বিজেপি এর কার্যকর্তা গনেশ ঘোষ, আনন্দ ঘোষ, পচন পালদের ওপর প্রাণঘাতী হামলা হয় শাসকদলের পক্ষ থেকে। সেই ঘটনায় খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী ছাড়াও আঁখি অধিকারী সহ কয়েকজন তৃণমূল কর্মীদের নামে বিজেপি এর তরফে মামলা রুজু করা হয়। কিন্তু খয়রাশোল থানার পুলিশ দোষীদের গ্রেফতার না করে উল্টে বিজেপি র কার্যকর্তাকে গ্রেফতার করেছে। আজকে তারই পরিপ্রেক্ষিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসুচী। যতক্ষণ না আনন্দ ঘোষকে ছাড়া হবে ততক্ষণ আন্দোলন চলবে, প্রয়োজনে আমরা খয়রাশোল অচল করে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *