পীযূষ মন্ডলঃ
সম্প্রতি রাঢ় বাংলার প্রান্তিক অঞ্চল তথা পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুখু মাঝি ১৫ বছর বয়স থেকে জেলার নানান প্রান্তে বৃক্ষ রোপন করে চলেছেন অবিরাম৷ অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় হাজার হাজার বৃক্ষরোপন করে এলাকায় বিশেষ পরিচিতি লাভ করেছে দুখু মাঝি৷ জেলার নানান প্রান্তের অনুষ্ঠানে সংবর্ধনাও পেয়েছেন তিনি৷ এলাকার মানুষজন ভালোবাসেন এই রাঙামাটির মানুষটিকে৷ বনদপ্তরের পক্ষ থেকে একটা সাইকেল উপহার পেয়েছেন, যে সাইকেলে চড়ে নানান প্রান্তে ছুটে যান গাছ লাগাতে৷ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই গাছ কেটোনা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে দুখু মাঝির কথা শুনলেই৷ অক্সিজেনের যোগান দিতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি৷ সারাদিন তাঁর একটাই চিন্তা বৃক্ষরোপন৷ এভাবেই এলাকার মানুষজনদের ভালোবাসায় দুখু মাঝির জীবন কেটে যাচ্ছে৷ এমন মানুষ হাজার বছর বেঁচে থাকুক প্রকৃতির সাথে৷ ভালো থাকুন দুখু মাঝি৷