সনাতন সৌঃ
১৬ জুলাই ‘২৩ সকাল ৯ থেকে পাইকর ২ নং গ্রাম পঞ্চায়েতের তীরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বীরভূম প্রান্তিক পত্রিকা গোষ্ঠীর একটি সাহিত্যবাসর অনুষ্ঠিত হয়। সভার প্রধান উদ্যোক্তা ও ব্যবস্থাপক ছিলেন পত্রিকার সদস্য অবসরপ্রাপ্ত লাইব্রেরীয়ান সৌমেন্দু প্রকাশ ব্যানার্জী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত সাহিত্যিক প্রাত্যহিকী পত্রকার শ্রীবামাপদ মুখোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চৈতন্য বিশ্বাস। স্বাগত ভাষণ দেন পত্রিকার প্রধান সম্পাদক সুনীল সাগর দত্ত ও দোস্ত মোহাম্মদ। প্রারম্ভে দুই মহান আন্তর্জাতিক কবি-বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে, মোহিনী মোহন কুণ্ডুর প্রারম্ভিক সঙ্গীত পরিবেশন করেন।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু কবি, সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। রেডিও জংশন খ্যাত ঝর্ণা দত্ত কবিতা পাঠ করেন। সাহিত্য বিষয়ে প্রধান অতিথি ও সভার সভাপতি ও শিব সাধন ব্যানার্জী দীর্ঘ মনোজ্ঞ বক্তব্য রাখেন। সভার মাঝে সঙ্গীত পরিবেশন করেন সৌরিশ কুণ্ডু, পিংকি মণ্ডল ও ঐশী ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সভা সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক দীনবন্ধু দাস ও মতিয়ার রহমান। সভার শেষে সৌমেন্দু প্রকাশ নিজ বাড়িতে উপস্থিত সকলকেই মধ্যাহ্ন ভোজনের আপ্যায়িত করেন।