সনাতন সৌঃ
গত ১৮ জুলাই সিউড়ি থানার কেন্দুলী গ্রামে শ্রী শ্রী চৈতন্য ভাগবত ভবণ সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ প্রয়াত শ্রীমৎ শঙ্করানন্দ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপিত হলো এক ভাবগম্ভীর পরিবেশে। অনুষ্ঠানে শুরুতেই প্রয়াত শ্রীমৎ শঙ্করানন্দ ব্রহ্মচারীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মানুষের কল্যাণের জন্য তাঁর কর্মময় জীবন প্রসঙ্গে আলোকপাত করেন বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষ সেবকরা। অনুষ্ঠানে পৌরহিত্য করেন পরিব্রাজক গোপীকান্ত মাহান্ত। তিরোধান দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো হরিনাম সংকীর্তন, পুজোপাঠ ও ভোগ আরতি। লীলা কীর্তন পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সন্তোষ মন্ডল ও প্রবীর রায়। একটি স্বাস্থ্য শিবিরও আয়োজন করা হয়েছে। আশ্রমের উপস্থিত সকলকে মধ্যাহ্ন ভোজনের আপ্যায়িত করা হয়।