শম্ভুনাথ সেনঃ
১-৭ আগষ্ট শুরু হয়েছে “বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ”। এই উপলক্ষে ২ আগষ্ট বীরভূমের ময়ূরেশ্বর ১ নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এর উদ্যোগে বিশ্ব মাতৃ দুগ্ধপান সপ্তাহ পালিত হয় বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে মা, পরিবারের সদস্য বিশেষত শাশুড়ি ও স্বামী/শিশুর পিতা বা হবু পিতাদের নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা মাতৃদুগ্ধ পান নিয়ে সচেতনতার বার্তা দেন। আলোচনায় উঠে আসে শিশুর পক্ষে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও উপকারিতা। এমন একটি অনুষ্ঠানে আজ গোয়ালা ১ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত ছিলেন সিডিপিও সহ আই সি ডি এস এর মুখ্য সেবিকাগন ও স্যাগ (scheme for adolescent Girls) এর প্রতিনিধিরা। উক্ত অনুষ্ঠানে শিশুর জন্য প্রথম ৬ মাস শুধু মায়ের বুকের দুধ এবং তারপর ২ বছর পর্যন্ত আধা শক্ত খাবার সাথে মায়ের দুধ দুই চলবে বলে উপস্থিত সকল মায়েদের কাছে বার্তা দেওয়া হয়।। মায়ের দুধের উপকারিতা ও এবং শিশু ও মায়ের স্বাস্থের উপর এর প্রভাব,মায়ের বুকের দুধ কি ভাবে শিশুদের খাওয়ানো উচিত এমন বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই অনুষ্ঠানে।