শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর চক্রের অন্তর্গত উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে ২ অগাষ্ট যথাযথ মর্যাদায় বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২ তম জন্মদিন পালিত হয়। বিজ্ঞানীর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে নাচ, গান, কথা, কবিতায় বিজ্ঞানীকে শ্রদ্ধা জানায় বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা। শিশুদের মধ্যে বিজ্ঞানের ধারণা দিতে বিজ্ঞানী শ্রী রায়ের বিজ্ঞান চর্চার নানা দিক তুলে ধরেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার গড়াই। এদিনের এই অনুষ্ঠানে বেঙ্গল কেমিক্যাল তাঁর অন্যতম কীর্তি একথা পড়ুয়াদের কাছে তুলে ধরা হয়। দীর্ঘ জীবন তিনি বিজ্ঞান সাধনায় নানা গবেষণায় তিনিই প্রথম “মারকিউরাস নাইট্রেট” যৌগটি আবিষ্কার করেন, এবং দেশে ও বিদেশ বহু পুরস্কার লাভ করেন। বিজ্ঞানীর এমন জীবন চর্যা নিয়ে এদিন আলোকপাত করা হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে তাঁর জীবনী নিয়ে আলোচনায় অংশ নেয় পড়ুয়া আয়ুষ্মান রায়, অন্বেষা নায়েক, অনিকেত রায়।