
সেখ রিয়াজুদ্দিনঃ
ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। ২ আগষ্ট ঘটনাটি ঘটে বীরভূমের মল্লারপুর থানার সোজ গ্রামে। মৃতার নাম পিয়া মন্ডল। ঐদিনই বিকেলে স্থানীয় থানার পুলিশ তার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বস্তার মধ্যে বেঁধে গুম করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্বামী সুফল মন্ডল ঘটনার পর থেকে পলাতক। খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে। সন্দেহজনক ভাবে মৃতার শাশুড়ি ও ননদকে ঐদিন আটক করে এবং ঘটনার তদন্ত শুরু করে মল্লাপুর থানার পুলিশ। ইতিমধ্যে স্ত্রী খুনে অভিযুক্ত স্বামী সুফল মন্ডল কে পুলিশ গ্রেফতার করে। আজ ৩ আগষ্ট বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে সেখানে খুনের কথা স্বীকার করে এবং বলে যে, ইচ্ছা করে বা প্ল্যান করে খুন করিনি। রাগের বশত এবং ভুলবশত মেরে ফেলেছি নিজের স্ত্রীকে। এছাড়াও তার দাবি যে, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতো। তাকে নিষেধ করার স্বত্ত্বেও সে কথা শোনেনি, সেই কারণে হাতুড়ি দিয়ে খুন করে এবং মায়ের সাহায্যে বস্তাবন্দি করে রাখা হয়েছিল স্ত্রীকে। এদিন স্ত্রী খুনে অভিযুক্ত সুফল মন্ডল ও তার মাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক মৃতার স্বামী সুফল মন্ডল কে ৫ দিনের পুলিশ হেফাজত এবং তার মায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।