দীপক কুমার দাসঃ
পৃথিবী জুড়ে যখন উষ্ণাযনের প্রবল প্রভাব। তার সঙ্গে পাল্লা দিযে গাছ কাটা, প্লাস্টিক দূষণের জেরবার আমজনতা। ভূগর্ভস্থ জল, যন্ত্র দানবের দ্বারা তুলে নেওয়া হচ্ছে প্রকৃতির ভারসাম্য উপেক্ষা করে। তখন বৃক্ষরোপন করে জল সিঞ্চন করে পৃথিবী পৃষ্ট কে আলপনা, রঙ্গলী, ভূ অলংকরণে মাধ্যমে পৃথিবীর নান্দনিকতা কে রক্ষার শপথ নিতে “বসুন্ধরা দিবস” পালন করলো সংস্কার ভারতী সাংস্কৃতিক সংস্থা। সংস্থার শিল্পীরা ধরিত্রী বন্দনা করলেন অভিনব আঙ্গিকে।
রবিবার ২২ এপ্রিল বসুন্ধরা দিবস উপলক্ষ্যে সিউড়ির শ্রী ভূমি পল্লী দুর্গা মন্দির প্রাঙ্গণে বিকাল সাড়ে পাঁচ টায় সিউড়ির এক দল স্কুল কলেজ পড়ুয়া দল বেঁধে কেউ ফুল দিয়ে আলপনা করতে করতে বললেন আমরা চাই আমাদের বাসস্থান দূষণ মুক্ত হোক। কলেজ পড়ুয়া স্নিগ্ধা বিশ্বাস সপ্তিকা ঘোষ বলেন, “আমরা চাই পৃথিবী প্লাস্টিক মুক্ত হোক। তার শপথ নিতে আমরা একজোট হয়েছি আজ থেকে সংকল্প নিলাম প্লাস্টিক ব্যবহার করব না।” এদিন সবুজায়নের লক্ষ্যে ধরিত্রী, বসুন্ধরাকে সাজানো হয় ফুল ও রঙ্গোলীর মাধ্যমে। সংস্কার ভারতী সিউড়ি শাখার শিল্পীরা ধরিত্রীর বুকে পুষ্প দিয়ে আলপনা আঁকেন। নানান সাজে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠান অঙ্গন। কথা ও কবিতায় পালন করা হয় বসুন্ধরা দিবস।
সংস্কার সভানেত্রী স্বপ্না চক্রবর্তী বলেন, “বসুন্ধরা দিবস হলো Earth day. এইদিন ধরিত্রীর পরিবেশ রক্ষা করতে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। সংস্কার ভারতী ভূ অলংকরণের মধ্যে দিয়ে মাতৃসমা ধরিত্রীকে শ্রদ্ধা জানায়। এখানে আলপনার রঙকে প্রকৃতির সৌন্দর্য প্রকাশ করতে প্রতীক হিসাবে আমরা ব্যবহার করি এবং ধরিত্রী কে বরণ করে নিই।”