ও বি সি-র দাবি নিয়ে মাহিষ‍্য সম্মেলন রাজনগরের পদমপুরে

উত্তম মণ্ডলঃ

বাংলার সংখ্যাগরিষ্ঠ একটি জাতি হলো চাষী কৈবর্ত বা মাহিষ‍্য, যাদের মূল জীবিকা কৃষি। আর্থ-সামাজিক দিক দিয়ে অনেককাংশে পিছিয়ে থাকা এই জাতির নেতৃত্বস্থানীয়রা “বঙ্গীয় মাহিষ‍্য সমিতি”-র সংগঠনের তরফে ও বি সি অর্থাৎ “অন‍্যান‍্য অনগ্রসর শ্রেণী”ভুক্ত হবার জন্য দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছেন। সমিতির হেড অফিস কলকাতার ফুলবাগান এলাকায়। সেই বঙ্গীয় মাহিষ‍্য সমিতির বীরভূম জেলা শাখার ষষ্ঠ বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রাজনগর ব্লকের পদমপুর গ্রামের পদমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। হাজির ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি লোহারাম রায়, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: বাসুদেব মণ্ডল, বীরভূম জেলা শাখার সভাপতি গাণ্ডীবধারী মণ্ডল, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাকর মণ্ডল, সহ-সভাপতি শিবশঙ্কর মণ্ডল, সম্পাদক বুদ্ধদেব মণ্ডলসহ বিশিষ্টজনেরা। সভায় বিভিন্ন বক্তা এই জাতির উন্নয়ন ঘটানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি ও বি সি শ্রেণীভুক্ত হবার জন্য দাবি তোলেন।

2 thoughts on “ও বি সি-র দাবি নিয়ে মাহিষ‍্য সম্মেলন রাজনগরের পদমপুরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *