শম্ভুনাথ সেনঃ
টানটান উত্তেজনায় ফুটবলপ্রেমী মানুষের ভিড়ে বীরভূমের দুবরাজপুর ব্লকের কুখুটিয়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে ১০ নভেম্বর স্বর্গীয় কিরিটী ভূষণ রুজের স্মৃতিতে একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কিরিটী ভূষণ রুজ ছিলেন দুবরাজপুর আর.বি.এস.ডি হাইস্কুলের এক স্বনামধন্য অংকের শিক্ষক। তাঁরই স্মৃতিতে তার সুযোগ্য পুত্র বিজ্ঞানী ড. বিশ্বজিৎ রুজ এই খেলার আয়োজন করে। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এলাকার যুব সমাজ ও সন্নিহিত গ্রামের মানুষজন। এই প্রতিযোগিতায় জেলা ও ভিন জেলার ৮ টি দল অংশগ্রহণ করে। এদিন চূড়ান্ত পর্বের খেলায় দুবরাজপুর অয়ন একাদশের মুখোমুখি হয় দুর্গাপুর গোপালমাঠের রবীন্দ্র স্মৃতি সংঘ ক্লাব। নির্ধারিত সময়ে ১-০ গোলে বিজয়ী হয় অয়ন একাদশ ফুটবল টীম।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জয়ী দলকে দেওয়া হয় নগদ ১০ হাজার টাকা সহ ট্রফি। অপরদিকে বিজিত দলকে দেওয়া হয় ৭ হাজার টাকা সহ ট্রফি। এছাড়া বেস্ট গোলকিপার, বেস্ট প্লেয়ার এবং রেফারিদের হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। এদিন গ্রামের আশি উর্ধ্ব প্রবীণ খেলোয়াড় সত্যনারায়ন রুজ, নিরোদ বরণ রুজ (৭৩) এবং মানিক রুজের (৬৪) হাতে “স্মৃতি স্মারক” তুলে দেন ড. বিশ্ববন্ধু রুজ। যুব সমাজকে মাঠমুখী করার লক্ষ্যে এবং প্রবীণ খেলোয়াড়দের সেদিনের স্মৃতি উস্কে দিতে এই খেলার আয়োজন বলে ডঃ বিশ্বজিৎ রুজ জানিয়েছেন। এই চূড়ান্ত পর্বের খেলায় গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন বীরভূমের গর্ব পদ্মশ্রী প্রাপক রতন কাহার। এছাড়া দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস,গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অবসরের পর এই মহান উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । যখন যে কাজ করেছেন , তা সফল হয়েছেই 🙏🏻🙏🏻🙏🏻