সাহিত্য সংস্কৃতি চর্চার স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সম্মান পেলেন বীরভূমের কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. বিমলকুমার থান্ডার

মেহের সেখঃ

সাহিত্য সংস্কৃতি চর্চার স্বীকৃতি স্বরূপ International Literary Foundation কর্তৃক আন্তর্জাতিক সম্মান পেলেন কবি জয়দেব মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিমলকুমার থান্ডার। সংস্থার তরফে ৫ আগষ্ট শনিবার কলকাতার অবনীন্দ্র সভাগৃহে অধ্যাপক ড. বিমলকুমার থান্ডারকে এই সম্মান প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য অধ্যাপক বিমলকুমার থান্ডার জন্মসূত্রে চব্বিশ পরগনা জেলার হলেও দীর্ঘদিন ধরে তিনি বীরভূমের সাহিত্য সংস্কৃতি চর্চার সাথে যুক্ত রয়েছেন। তাঁর লেখা একাধিক গ্রন্থ যেমন প্রকাশিত হয়েছে, তেমনি তিনি একাধিক পত্র পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত রয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সমীর শীল, সংস্থার চেয়ারপার্সন আশিষ বসাক, দেবাশিষ ব্যানার্জী, সহেলী (বাংলাদেশ), হাসিদা মুন (বাংলাদেশ), মুরশিদ উজ্জামামুন (বাংলাদেশ), দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সম্পাদিকা দেবকন্যা সেন সহ সাহিত্য এবং সংস্কৃতি জগতের অনেকে৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আশিষ বসাক ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *