সিউড়িতে মন্দিরা নৃত্য কলার উদ্যোগে রবীন্দ্র স্মরণ সন্ধ্যা

দীপককুমার দাসঃ

শনিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের প্রাক্কালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্র স্মরণ সন্ধ্যার আয়োজন করা হয় মন্দিরা নৃত্য কলার পক্ষ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতার সঙ্গে নৃত্য দিয়েই এদিনের অনুষ্ঠান সাজানো হয়েছিল। অনুষ্ঠানটি তিনটি পর্বে সম্পন্ন হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্ষায়ের গান ও কবিতার সঙ্গে নৃত্যে অংশ নেন এই সংস্থার শিল্পীরা। পরিশেষে বাংলার ছয়টি ঋতুর ওপর রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নৃত্য, কখনো কবিগুরুর কবিতার আবৃত্তির সঙ্গে দৃশ্যায়ণের মাধ্যমে ঋতুরঙ্গ পরিবেশিত হয়। এদিন ঋতুরঙ্গে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তব্রত নন্দন, সুরেলা নন্দন, মহুয়া গাঙ্গুলি গোস্বামী, বাচিক শিল্পী বামদেব মুখোপাধ্যায়, স্বরলিপি দাস, শুভজিৎ ঘোষাল প্রমুখ। মন্দিরা নৃত্য কলার কর্ণধার মন্দিরা মিত্র জানান, রবীন্দ্র নাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে মোট ৭০জন শিল্পী অংশগ্রহণ করেন। সঙ্গীত শিল্পী শান্তব্রত নন্দন বলেন, আজ মন্দিরা মিত্রের নৃত্য পরিচালনায় এই সংস্থার নৃত্য শিল্পীরা নৃত্যে অংশ নেন। আর অতিথি শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তিতে অংশ নেন। অতিথি শিল্পীদের সঙ্গীত ও আবৃত্তির সঙ্গে নৃত্য শিল্পীদের নৃত্যশৈলী অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *