শম্ভুনাথ সেনঃ
করোনা অতিমারীর সময় থেকে বেশ অনেক ট্রেন বন্ধ হয়ে গেছে, লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে এক্সপ্রেস এর মত, কিছু দূরপাল্লা ট্রেনের স্টপেজ এবং সময় মতো রেল চলাচলের দাবীতে বীরভূমের মুরারই রেলস্টেশনে মুরারই নাগরিক মঞ্চের ডাকে আজ সকাল থেকেই রেল অবরোধ কর্মসূচি শুরু হয়। সকাল সাতটা থেকে এই অবরোধ চলে বেলা পৌনে বারোটা পর্যন্ত। রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় পাঁচ ঘণ্টা পর এই অবরোধ ওঠে। এই অবরোধে বিভিন্ন এলাকা থেকে প্রায় হাজার পাঁচেক মানুষ সামিল হয়। অবরোধের ফলে সাহেবগঞ্জ লোকাল, বন্দেভারত, আপ গয়া প্যাসেঞ্জার, আপ তিনপাহাড়, কাঞ্চনজংঘা এক্সপ্রেস গাড়িগুলির চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। দুর্ভোগে পড়েন রেল যাত্রীরা।
ছবি: দিপু মিঞা, মুরারই; বীরভূম।