মেহের সেখঃ
লাভপুর থেকে বাকুল হয়ে আবাডাঙা যাওয়ার রাস্তায় চার /পাঁচটি স্টপেজ পরেই ধনডাঙা গ্রাম। লাভপুর থেকে গ্রামটির দূরত্ব আনুমানিক ছয় কিলোমিটার। ধনডাঙা গ্রামের ব্রাহ্মণ পাড়ায় মনসা পুজো উপলক্ষে প্রতি বছর শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে মনসার বিশেষ পুজো হয়, একদিনের গ্রাম্য মেলা বসে এবং আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষের ঢল নামে। এই গ্রামের মনসা পুজো আনুমানিক তিনশো বছরের পুরোনো। একটা গাছের নীচে আগে পুজো হতো। বছর কয়েক আগে বিশিষ্ট সমাজকর্মী তথা লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন চক্রবর্তী সহ ধনডাঙা গ্রামের গ্রাম্য মানুষের সহযোগিতায় এবং আশপাশের গ্রামের মানুষের সহযোগিতায় পাকা মনসা মন্দির হয়েছে। মনসা মন্দিরে প্রত্যহ নিত্য পুজো হয় এবং শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে এখানে বিশেষ পুজো হয় এবং একদিনের গ্রাম্য মেলা। আজ রবিবার ধনডাঙা গ্রামে মনসার বিশেষ পুজো উপলক্ষে যেমন একদিনের গ্রাম্য মেলা বসেছিল। তেমনি এখানে আজকে প্রচুর মানুষের ঢল নেমেছিল। ধনডাঙা গ্রামের বাসিন্দা চঞ্চলকুমার কবিরাজ এবং মিঠু কবিরাজেরা জানিয়েছেন, একদিনের এই গ্রাম্য মেলায় দূর দূরান্ত থেকে মানুষ আসেন। প্রচুর ভক্ত সমাগম হয়। চর্মরোগ নিরাময়ের জন্যও অনেকেই আসেন। মন্দিরের সেবাইয়েতরা তাদের পথ্য প্রদান করে থাকেন। মনসার পুজো উপলক্ষে এখানে প্রচুর হাসবলি করা হয়।