বীরভূমে প্রথম নাট্য শিক্ষার জন্য নাট্য বিদ্যালয়ের আজ উদ্বোধন হলো লাভপুরে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমে এই প্রথম লাভপুরে তারামা ডাঙ্গায় তারাশঙ্কর ভবনে গড়ে উঠলো নাট্য শিক্ষার জন্য একটি বিদ্যালয়। ভারতীয় বিদ্যাভবন কলাকেন্দ্র এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর যৌথ উদ্যোগে আজ ৬ আগষ্ট থেকে এই বিদ্যালয়ের পথ চলা শুরু হল। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়। এই বিদ্যালয়ে নাট্য ব্যক্তিত্ব, প্রথিতযশা, অভিনেতা তথা নাট্য শিক্ষক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়দের মত শিক্ষকরা নাট্য শিক্ষা দেবেন বলে জানিয়েছেন বীরভূম সংস্কৃতি বাহিনীর সম্পাদক শিক্ষক উজ্জ্বল মুখোপাধ্যায়। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় শিক্ষা সংস্কৃতি জগতের নিবেদিত প্রাণ যষশ্রী জি.ভি.শুভ্রমণিয়াম, নাট্য ব্যক্তিত্ব অমিত বন্দ্যোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক বিধান রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন নাট্য শিক্ষার্থী ও নাট্যঅনুরাগী মানুষজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *