শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র বীরভূমের উদ্যোগে এবং বেনেভোলেন্ট ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালনায় আজ ৬ আগষ্ট সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে অনুষ্ঠিত হল “যুব সংবাদ – ভারত @ ২০৪৭”। এই অনুষ্ঠানে ‘ভারতের পঞ্চ প্রাণ – একটি যুব সংলাপ’ থিমের উপরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অমৃত কালের এই পাঁচ প্রাণ (পাঁচ অঙ্গীকার) ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ হিসাবে ভারতের দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়াও যুবক-যুবতীদের এই পঞ্চ প্রাণের উপরে অবহিত করার জন্য এই কর্মসূচিতে প্রশ্ন-উত্তর সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিকরা রায়া দাস। এছাড়া বিশেষ অতিথি রুপে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক নারায়ণপ্রসাদ ভট্টাচার্য, শিক্ষক ড. কল্যাণ ভট্টাচার্য, সংস্থার সেক্রেটারি সব্যসাচী মুখার্জি প্রমুখ।