শম্ভুনাথ সেনঃ
সব জল্পনা-কল্পনার অবসান হল। অবশেষে বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হলেন সেই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল। ২০১৩-২০১৮ সালে শিবঠাকুর মণ্ডল এই পঞ্চায়েতের প্রধান ছিলেন। ২০২২ সালে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে সংবাদ শিরোনামে এসেছিলেন এলাকার এই দাপুটে নেতা শিবঠাকুর মণ্ডল। সেই মামলায় অনুব্রতর দিল্লি যাত্রা বেশ কিছুদিন পিছিয়ে যায়। সেই শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল এবার গ্রাম পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতীকে জয়ী হয়। আর অবশেষে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে এবার শপথ নিলেন সেই লিপিকা মণ্ডল ই। উল্লেখ্য, লিপিকা মণ্ডল স্থানীয় একটি বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষিকা। বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ১৪ টি আসনের মধ্যে ৭টি আসনে জয়ী হয় তৃণমূল। ১টি নির্দল ও ৬ টি আসনে বিজেপি জয়লাভ করে। কিন্তু পরে জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ার ফলে ৮ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃণমূল। পঞ্চায়েতের প্রধান হিসেবে দলের তরফে লিপিকার নাম প্রস্তাব করা হয়। আজকের এই বোর্ড গঠনের অনুষ্ঠানে দুবরাজপুর পুরপ্রধান পীযুষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আইনজীবী স্বরূপ আচার্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।