শম্ভুনাথ সেনঃ
বীরভূমের খয়রাশোল এলাকায় অজয় নদে অনেকবারই পাওয়া গেছে ঐতিহাসিক সামগ্রী। কখনো প্রথম বিশ্বযুদ্ধের, আবার কখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের বোমার খোল। এবারও খয়রাশোল ব্লকের কৃষ্ণপুর গ্রামের এলাকা থেকে উদ্ধার হল বহু প্রাচীন শিলা মূর্তি। রয়েছে সিংহ ও যোদ্ধার ছবি। কীভাবে পাওয়া গেল এই অতি প্রাচীন শিলাটি? গ্রামের দুই যুবক নদীতে ঘুরতে গিয়ে হঠাৎ বালির মধ্যে দেখতে দেখতে পান এই মূর্তি। বালি সরিয়ে সেই মূর্তিটি বার করেন। এবং তাঁরা মূর্তিটি গ্রামে নিয়ে আসেন। এই মূর্তি দেখতে এলাকার বহু কৌতূহলী মানুষ ভিড় জমায়। মূর্তিটির উপরে রয়েছে একটি সিংহ। সঙ্গে নীচে একটি ছবিও রয়েছে। আবার মূর্তিটির গায়ে লেখা রয়েছে অনেক কিছু। যেগুলি বোঝা যাচ্ছে না। ওই প্রাচীন মূর্তি গ্রামে নিয়ে আসার পরই গোটা ঘটনার কথা জানানো হয়েছে স্থানীয় বিডিও অফিসে। তবে স্থানীয়দের মতামত এটি একটি বিজয় স্তম্ভের অংশ। এর আগেও এই এলাকায় এই ধরনের পাথরের প্রাচীন সামগ্রী পাওয়া গেছে বলে তারা জানান।