শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে আজ ১১ আগস্ট যথাযথ মর্যাদায় অগ্নিযুগের শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালন করা হল। সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানে ক্ষুদিরামের প্রতিকৃতিতে ফুল, মালা, শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। ছাত্রদের তরফ থেকে আয়ুষ্মান রায় ও শুভ চক্রবর্তী ক্ষুদিরাম বসুর জীবন চরিত নিয়ে বক্তব্য রাখে। ক্ষুদিরাম বসুর সাহসিকতার জীবন কাহিনী তুলে ধরেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই। আজকের শিশুরা যাতে দেশ মাতৃকার প্রতি আরও সহানুভূতিশীল হয়ে ওঠার জন্য তিনি পড়ুয়াদের কাছে আহ্বান জানান। ১১ আগস্ট তাঁর আত্মবলিদান ভারতের স্বাধীনতা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে। তাই তিনি অমর হয়ে থাকবেন চিরকাল। তার জীবন আদর্শ এদিন শহীদ স্মরণ অনুষ্ঠানে তুলে ধরা হয়।