
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের খয়রাশোল শৈলজানন্দ-ফাল্গুনি স্মৃতি মহাবিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি-২০২০ বিষয়ে ১০-১১ আগস্ট ২ দিনের আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নতুন শিক্ষাবর্ষ থেকে রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি চালু করেছেন। সমাজের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং শিক্ষা শেষে ছাত্র ছাত্রীদের স্বনির্ভর হওয়ার পাঠদান এই শিক্ষা নীতিতে আনা হয়েছে। উপস্থিত বিশিষ্টজনেরা নিউ এডুকেশন পলিশি বা নতুন জাতীয় শিক্ষানীতি এরাজ্যে কলেজ স্তরে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে কিভাবে রূপায়ন করা যায় সে বিষয় তাদের বক্তব্যে তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসেন্দু কুন্ডু অধ্যাপক কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউএসএ), বিষ্ণুপদ নন্দ অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ড. দেবব্রত সাহা, কলেজের অধ্যক্ষ ড.ভাস্বতী ঘোষ প্রমুখ। ছাত্র-ছাত্রী, অধ্যাপক সকলের উপস্থিতিতে খুব উৎসাহের মধ্য দিয়ে দুদিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের দুই আহ্বায়ক অধ্যাপক ইমরুল কায়েস আলম সরকার ও অধ্যাপক মাসুদ রানা মন্ডল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও গবেষক ছাত্র-ছাত্রীরা এই দুদিনের সেমিনারে অংশ নেন।