সনাতন সৌঃ
গত ৮ আগষ্ট সিউড়ী সরকারি আই টি আই কলেজ ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে শিল্প দপ্তরের উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি হস্তশিল্প ও বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা শাসক বিধান রায় সহ জেলা শিল্পদপ্তরের একাধিক অফিসার। অনুষ্ঠানে ৬৩১ জন পড়ুয়াকে আবেদনের ভিত্তিতে চাকরি পেতে চলেছে। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, রাজ্য সরকার বিভিন্নভাবে বেকার ছেলেমেয়েদের পাশে থাকার চেষ্টা করছে। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় চাকরির মেলা আয়োজন করছি। এদিন চাকরির মেলাতে ১০টি কোম্পানি ক্যাম্পাসিংয়ের জন্য এসেছে। তাদের কোম্পানিতে ৫ হাজারের মতো শূন্যপদ রয়েছে। সেখানে সুযোগ পাচ্ছেন আই টি আই, ডিপ্লোমা পাশ করা ছেলেমেয়েরা। এছাড়া প্রতিটি ব্লকে ১৮ আগষ্ট পর্যন্ত শিল্প সমাধান কর্মসূচি শিবির আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এদিন চাকরি মেলাতে ১৪০৪ জন পড়ুয়া বিভিন্ন কোম্পানির পদের জন্য আবেদন করেন। এর মধ্যে ১০৩৮ জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে। তারমধ্যে যোগত্যা অনুযায়ী ৬৩১ জন নিয়োগপত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাজনগর ব্লকের তাঁতিপাড়ায় আয়োজিত বিশেষ শিল্প সমাধান কর্মসূচি ক্যাম্পে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা হাজির হোন। সেখানে শিল্পদ্যেগী তাঁত শিল্পীদের সঙ্গে তিনি বৈঠক করেন। মাননীয় মন্ত্রী শিল্প সমাধান ও রোজগার মেলায় উপভোক্তাদের হাতে ঋণের চেক প্রদান করেন। জেলা শিল্পদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচি শিবিরে এপযর্যন্ত জমা পড়েছে ১২ হাজার ৮৪৯টি রেজিষ্ট্রেশন। এর মধ্যে ক্রেডিট কার্ডের জন্য ৫০০টি আবেদন। প্যান কার্ড রেজিষ্ট্রেশন ১১টি। হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের ১০ হাজার ৫১৪টি আবেদন জমা পড়েছে। এছাড়া উদ্যেম পোর্টালে ৮৫৫ জন রেজিষ্ট্রেশন করেছেন। জেলা শিল্পদপ্তরের জেনারেল ম্যানাজার সৌমেন দত জানান, শিল্পের জেয়ার আনতে প্রতিটি ব্লকে শিল্প সমাধান কর্মসূচি শিবির চলছে। আগামী ১৮ আগষ্ট এই ক্যাম্প শেষ হবে।