দীপককুমার দাসঃ
সোমবার মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়। এদিন এই ব্লকে পঞ্চায়েত সমিতির আসনে এক আদিবাসী মহিলাকে সভাপতি নির্বাচিত করা হয় এবং ঐ আদিবাসী মহিলা ডেউচা পাঁচামী কয়লাখনি এলাকার বাসিন্দা। আর এই খবরে খুশি আদিবাসী মানুষেরাও। মহম্মদবাজার ব্লকে ৩১ টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ২৪ টিতে জয়ী হয় তৃণমূল, ৫ টিতে বিজেপি ও ২ টিতে সিপিএম। এদিন বিরোধীদের উপস্থিতিতেই এই বোর্ড গঠন কর্মসূচি সমাপ্ত হয়। এদিন এই ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন ডেউচা পাঁচামি এলাকার হিংলো পঞ্চায়েতের হরিণশিঙার বাসিন্দা প্রবাসিনী মুর্মু এবং সহ সভাপতি হিসাবে নির্বাচিত হন ডেউচা পঞ্চায়েতের বাসিন্দা শেখ শামসুল। এদিন বোর্ড গঠন শেষে ব্লক অফিস চত্বরেই তৃণমূলের পক্ষ থেকে সভাপতি ও সহ-সভাপতিকে ফুলের মালা পরিয়ে ও আবির দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের সাঁইথিয়া বিধানসভার এই ব্লকের সভাপতি তাপস সিংহ ও রামপুরহাট বিধানসভার এই ব্লকের যুগ্ম সভাপতি কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং আনারুল হক।